সায়ন চক্রবর্তী, দুর্গাপুর:

শহীদ জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধায় গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে ২৪ তম কার্গিল বিজয় দিবস।একটানা ৬০ দিন যুদ্ধের পর ১৯৯৯ সালে পাকিস্তানকে পরাস্ত করেছিল ভারতীয় সেনা। তখন থেকে প্রতি বছর দেশজুড়ে শহীদ সেনাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাঞ্জলি দেখাতে পালিত হয় কার্গিল বিজয় দিবস। একদিকে যেমন শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, তেমনই ভারতীয় সেনাবাহিনীর শৌর্য, বীরত্ব এবং আত্মত্যাগের সগর্ব উদযাপনও হয়ে থাকে।

সেরকমই আজ বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে প্রাক্তন সেনাদের সংগঠন দুর্গাপুর এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসসিয়েশনের পক্ষ থেকে জোয়ানদের স্মরণে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। শহীদদের শ্রদ্ধা জানাতে আজ বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন ৬৫৯ইমিই ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার কর্ণেল চিন্ময় মোন্ডি মহাশয়।এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট বিপ্লব চ্যাটার্জি মহাশয়।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় বলেছেন, কার্গিল বিজয় দিবস ভারতের সাহসী যোদ্ধাদের আত্মবলিদানকে সামনে নিয়ে আসে। তাঁরা সর্বদা দেশবাসীর অনুপ্রেরণা হয়ে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *