আয়ুষ্মান ভারত কার্ড (ABHA) অনলাইনে আবেদন কিভাবে করবেন?

নিজস্ব প্রতিবেদন :ভারত সরকার দেশের নাগরিকদের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য আয়ুষ্মান ভারত যোজনা বা প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় আয়ুষ্মান কার্ডহোল্ডাররা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুবিধা পাবেন। এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকার দ্বারা চালানো হয়, যা ভিন্ন ভিন্ন রাজ্য সরকার দ্বারা বাস্তবায়িত হয়। এই স্কিমের সুবিধা নিতে হলে আয়ুষ্মান কার্ড থাকা দরকার। এই পোস্টে আপনাদের আয়ুষ্মান কার্ড তৈরির পদ্ধতি সম্পর্কে জানানো হল।

প্রথমত আপনাদেরকে Ayushman Bharat Health Account র যে গভর্মেন্ট অফিসিয়াল ওয়েবসাইট টা রয়েছে সেখানে ভিজিট করতে হবে।

তারপর সেখানে আপনি দেখতে পারবেন Create ABHA number এর অপশনটিতে ক্লিক করলে প্রসেসটি স্টার্ট হবে।

এরপর আপনার আধার নম্বরটি লিখতে হবে এবং তারপর আপনাকে I Agree তে Select করে Next বাটনে ক্লিক করতে হবে।
আবার আপনাকে আপনার মোবাইল নাম্বার যেই আধার এর নাম্বারের সাথে লিংক করা আছে সেখানে একটা ওটিপি আসবে ,আপনাকে otp দিয়ে সাবমিট করতে হবে।


এরপর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে যেখানে আপনাকে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং আপনার স্টেট এবং ডিস্ট্রিক আপনাকে ফিলাপ করেতে হবে।

এই সমস্ত কিছু ফিলাপ করার পর আপনার একটি হেলথ কার্ড রেডি হয়ে যাবে যেটি হচ্ছে Ayushman Bharat Health Account আপনি যেকোন যায়গায় ব্যবহার করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *