মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব সিকিমে, ভয়াবহ বন্যা।

সায়ন চক্রবর্তী: বন্যায় বিধ্বস্ত সিকিম। বাকি দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই রাজ্য। মেঘ ভাঙা বৃষ্টির জেরে লোনাক লেকের জলাধার থেকে জল গিয়ে পড়ে তিস্তা নদীতে। সেখান থেকেই শুরু হয় ভয়াবহ বন্যা।

একের পর এক দেহ ভেসে যাচ্ছে তিস্তায়। ১৪টি দেহ এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে। ১০২ জনের কোনও খোঁজ নেই। মৃত্যুপুরীর নাম সিকিম।

মেঘভাঙা বৃষ্টিতে তিস্তার হড়পা বানে সিকিম এই মুহূর্তে বিপর্যস্ত। ২০ হাজারের বেশি মানুষ বিপদে রয়েছেন। ৩ হাজারের বেশি পর্যটক আটকে পড়েছে উত্তর সিকিমে


মঙ্গলবার ভোররাতের হড়পা বানে নিখোঁজ হয়ে যাওয়া ২৩ জন সেনা জওয়ানের এখনও কোনও খোঁজ নেই। 
সিকিমের মুখ্যসচিব ভিবি পাঠক জানিয়েছেন, কম করে ৩ হাজার পর্যটক আটকে পড়েছেন।

উল্লেখ্য, যখন কোনও ছোট্ট একটা এলাকায় এক ঘণ্টার মধ্যে ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হয়, তখন সেটাকে মেঘ ভাঙা বৃষ্টি বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *