আধার কার্ড এ আঙ্গুলের ছাপ চুরি,কিভাবে লক করবেন বায়োমেট্রিক ডাটা?

সায়ন চক্রবর্তী: কদিন ধরে ক্রমাগত আমরা খবরে দেখছি আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা,এক্ষেত্রে আতঙ্কিত না হয়ে আধার কার্ড এর বাওমেট্রিক ডাটা লক করুন।

সাধারণত হ্যাকারদের হাত থেকে বাঁচতে সকলকে OTP এবং ব্যাঙ্ক ডিটেইলস শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এখন সাইবার অপরাধীরা OTP নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করতে সিলিকন থাম্ব ব্যবহার করতে শুরু করেছে। আপনি যদি আধার কার্ড সম্পর্কিত যে কোনও ধরণের ফ্রড এড়াতে চান তাহলে আপনার আধার বায়োমেট্রিক ডেটা লক করে রাখতে পারেন, এটি একটি ভাল সমাধান হতে পারে। এই পোস্টে আপনাদের আধার বায়োমেট্রিক ডেটা লক-আনলক করার পদ্ধতি জানানো হল।

স্টেপ-1: UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান (https://uidai.gov.in) এবং আপনার আধার এবং OTP দিয়ে লগইন করুন।

স্টেপ 2: লগইন করার পর, ‘My Aadhaar’-এ লক/আনলক বায়োমেট্রিক্স অপশনে ক্লিক করুন।

স্টেপ 3: তারপর অন-স্ক্রীন নির্দেশাবলী অনুসরণ করুন এবং Next এ ক্লিক করুন।

স্টেপ 4: তারপরে বায়োমেট্রিক্স লক কনফার্ম করুন এবং সেভ করার জন্য Next এ ক্লিক করুন। এর পরে আপনার আধার বায়োমেট্রিক লক হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *